ইউটিউব কিভাবে শুরু হয়েছিল? এর পিছনের অজানা এবং মজার গল্প!

আপনি কি জানেন, আজ যে YouTube আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ, সেটা আসলে শুরু হয়েছিল এক অদ্ভুত ডেটিং ওয়েবসাইট হিসেবে? 😲 হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন! আজকের ভিডিওতে আমরা জানব YouTube-এর পেছনের অজানা ইতিহাস, আর কিছু মজার ঘটনা যা অনেকেই জানেন না।

 

 

2005 সালের কথা। তিনজন বন্ধু – Steve Chen, Chad Hurley, আর Jawed Karim – চাকরি করতেন PayPal- কম্পানিতে।

 

তারা এমন একটা প্ল্যাটফর্ম বানাতে চেয়েছিলেন, যেখানে কিছু মানুষ এই  প্লাটফর্ম বা ওয়েবসাইটে এসে নিজের ভিডিও আপলোড করবে আর অন্যরা তা দেখবে।”

তারও আগে প্লাটফর্ম বা ওয়েবসাইট টা হবে একটা ডেটিং সাইট, যেখানে মানুষ ভিডিও আপলোড করবে নিজেদের পরিচয় দেওয়ার জন্য, আর সেখান থেকে শুরু হবে ডেটিং, তারপর পরিচিতি। সাইটের নাম ছিল  “Tune In Hook Up”

 

কিন্তু মজার কথা কী জানেন?

 

কেউই এখানে ভিডিও আপলোড করছিল না!

ফলে তারা প্ল্যান বদল করার কথা ভাবে, কিন্তু কি হবে সেই প্লান? 2004 সালে, তিন বন্ধুর একজন, Jawed Karim  একবার একটা ভিডিও খুঁজছিল, Janet Jackson এর Super Bowl wardrobe malfunction। কিন্তু সেই ভিডিও সে কোথাও খুঁজে পাচ্ছিল না!

সেই মুহূর্তেই তার মাথায় আসে, এমন একটা ওয়েবসাইট বানালে কেমন হয়? যেখানে সবাই নিজের এচ্ছেমতো ভিডিও বানিয়ে শেয়ার করতে পারবে!

 

 

এবার ভাবনাটা রং নিলো, তাদের এই প্লানটা সফল হল, জন্ম নিলো আজকের YouTube।

আপনি কি জানেন? YouTube-এ প্রথম যে ভিডিওটি আপলোড হয়, তার নাম কী ছিল?

YouTube-এর প্রথম ভিডিওর নাম ছিল, “Me at the zoo

Jawed Karim নিজেই সেই ভিডিওটি আপলোড করেন 2005 সালের 23 এপ্রিলে। ভিডিওটিতে তিনি বলছেন, “এই হচ্ছে হাতি, আর এগুলোর ব্যাপারে মজার বিষয় হলো, এদের অনেক বড় লম্বা শুঁড়!

 

 

YouTube এত তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে যে, মাত্র 1.5 বছরের মধ্যেই, Google প্রায় সারেছয় বিলিয়ন ডলারে YouTube কে কিনে নেয়!

তবে এটা মানতেই হবে, একটা ডেটিং সাইট থেকে শুরু করে এত বড় একটা প্ল্যাটফর্ম হয়ে ওঠা — এটা সত্যিই অবিশ্বাস্য! আজ YouTube শুধুই ভিডিও দেখার জায়গা নয়।

এটা লাখ লাখ মানুষকে কর্মসংস্থান দিচ্ছে, মানুষ এখানে শিখছে, ব্যবসা করছে,

আর অনেকে নিজের কণ্ঠস্বর দুনিয়ার সামনে তুলে ধরছে।

 

 

তাই আপনি যদি ভাবেন, “YouTube শুরু করবো কিনা?” তাহলে উত্তর একটাই “একটা ভিডিও দিয়েই শুরু হোক!” কারণ YouTube নিজেও তো একটা সাধারণ ভিডিও দিয়েই শুরু হয়েছিল!

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top